বগুড়া প্রতিনিধিঃ অন্যের জন্মনিবন্ধন নম্বর জালিয়াতির মাধ্যমে ব্যাংক এ্যাকাউন্ট করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। প্রতারনার শিকার জনৈক ব্যবসায়ীর চেক প্রতারনার মামলার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ফলে একজন নিরীহ আলেম বিনা দোষে মামলার আসামী হয়ে হয়রানির শিকার হচ্ছেন। এঘটনায় সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তাদের ভূমিকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, বগুড়ার সোনাতলা উপজেলার শালিখা গ্রামের মৃত ধলু আকন্দের পুত্র মোঃ তোফায়েল আহম্মেদের নামে ময়মনসিংহের ভালুকায় ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকে এ্যাকাউন্ট (২৮১১৫২০০০১৯৯২) খুলে কে বা কারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট চেক প্রদান করে। পরবর্তীতে চেকের বিপরীতে এ্যাকউন্টে টাকা না পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আইনী ব্যবস্থা গ্রহন করা হয়। চলতি বছরের ২ জানুয়ারি তোফায়েল আহম্মেদের বিরুদ্ধে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মফিজুল ইসলাম নামের এক ব্যক্তি চেক ডিজঅনার মামলা করেন। উক্ত ব্যাংকে কোন এ্যাকাউন্ট না খুললেও তার নামে এ্যাকাউন্ট খুলে প্রতারনার বিষয়টি জেনে তোফায়েল আহম্মেদ দিশেহারা হয়ে পড়েন। ব্যাংক এ্যাকাউন্টের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি জাতীয় পরিচয়পত্র ও ছবি এবং স্বশরীরে উপস্থিত হয়ে স্বাক্ষর বাধ্যতামূলক হলেও তোফায়েল আহম্মেদের ক্ষেত্রে তা মানেনি ব্যাংক কর্তৃপক্ষ। শুধুমাত্র তোফায়েলের জন্মনিবন্ধন সনদের ভিত্তিতে তার নামে এ্যাকউন্ট খোলা হয়েছে। এবিষয়ে ২৭ মার্চ ২০২৩ তারিখে তোফায়েল আহম্মেদের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক বরাবর লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ প্রেরণকারী এডভোকেট গোলাম মোস্তফা জিয়ন জানান, তার মক্কেল উক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় কোন এ্যাকাউন্ট করেননি। তিনি নিজে উপস্থিত হননি। জাতীয় পরিচয়পত্র এবং ছবিও দেননি। এ্যাকাউন্প ফরমে স্বাক্ষরও করেননি। এমতাবস্থায় কীভাবে তার নামে এ্যাকাউন্ট খোলা হলো বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য ডাচ্ বাংলা ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ফাইনেন্সিয়াল ইন্ট্রগ্রেটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট এর পরিচালক বরাবর আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিষ্পত্তি না হলে জালিয়াতির অভিযোগে ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। বিষয়ে ডাচ্ বাংলা ব্যাংকের কোন বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply