স্টাফ রিপোর্টারঃ পূর্ব বগুড়ার সোনাতলা উপজেলার ঐতিহ্যবাহী বুড়া মেলা অনুষ্ঠিত হবে বুধবার। এছাড়াও একই দিনে সোনাতলা উপজেলার আরও ৪টি মেলা অনুষ্ঠিত হবে। মেলাগুলো হলো হরিখালী মেলা, কাচারী মেলা, পাকুল্লা মেলা ও নওদাবগা বুড়ি মেলা। এই মেলা গুলোেকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে গোটা উপজেলা জুড়ে।
একাধিক সূত্র জানায়, প্রায় শত বছর পূর্ব থেকে স্থানীয় সন্ন্যাসী পুজা উপলক্ষে সোনাতলা উপজেলার গোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে সম্পূর্ণ ব্যক্তি মালিকানা জমিতে একদিনের জন্য ঐতিহ্যবাহী এই বুড়া মেলা বসে। প্রতি বছর বাংলা সনের ফাল্গুন মাসের প্রথম বুধবার মেলাটি হয়। এ মেলাকে ঘিরে উৎসবের আমেজে মেতে উঠে মেলার আশপাশ গ্রামের সববর্ণের মানুষ। তবে মেলাটি একদিনের হলেও চলে দু’থেকে তিনদিন পর্যন্ত। এ মেলায় অনেক লোকজনের সমাগম ঘটে। ঈদ বা অন্য কোন উৎসবে জামাই মেয়েদের কিংবা নিকট আত্মীয়দের দাওয়াত না দিলেও চলে কিন্তু বুড়া মেলায় সবাইকে দাওয়াত দিয়ে ধুমধাম করে খাওয়াতে হয়। যা রেওয়াজে পরিণত হয়েছে। মেলা উপলক্ষে ওই এলাকার গৃহবধুরা আগেভাগেই ঘর-দুয়ার পরিস্কার করা, মুড়ি-খৈ ভাজা, নাড়কেলের নাড়– তৈরী শুরু করে। ইতিমধ্যে আত্মীয় স্বজনদের দাওয়াত দেয়া হয়েছে। প্রতিবছরের মতো এবারের মেলারও মূল আকর্ষণ হলো দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির মাছ। বড় বড় মিষ্টি আর কাঠের তৈরি ফার্নিচার ওঠে এই মেলাগুলোয়। ফার্ণিচার কেনা-বেচা মেলার দিনে চললেও মূলত মেলার পরের দুইদিনেও পুরোদমে কেনাবেচা হয়। এছাড়াও বিভিন্ন আসবাবপত্র, বড়ই, কৃষি সামগ্রী ও খাদ্য দ্রব্য হাট-বাজারের মতোই ক্রয়বিক্রয় হয়।
Leave a Reply