স্টাফ রিপোর্টারঃ জাতীয় জুডো প্রতিযোগিতায় চারবারের চ্যাম্পিয়ন, সোনাতলার কৃতী সন্তান মিজানুর রহমান পলাশকে ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ কৃতী খেলোয়াড় সম্মাননা-২০২৪ প্রদান করা হয়েছে।
০৪ জানুয়ারি, শনিবার সকালে সোনাতলার সরকারি নাজির আখতার কলেজ মিলনায়তনে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ এ সম্মাননা প্রদান করেন। মিজানুর রহমান পলাশ পৌর এলাকার আগুনিয়াতাইড় গ্রামের মরহুম আজগর হাজীর নাতি।
ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ এর সভাপতি শিমন আহম্মেদ বাদলের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বরের্ণ্য অতিথি হিসেবে বক্তব্য দেন সম্মাননাপ্রাপ্ত অতিথি, জাতীয় পর্যায়ে ৪ বারের চ্যাম্পিয়ন মিজানুর রহমান পলাশ।
অনুষ্ঠানে অন্যানোর মধ্যে বক্তব্য রখেন সোনাতলা পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আলহাজ্ব জহুরুল ইসলাম মন্ডল শেফা, সোনাতলা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আব্দুল হাদী, সমাজসেবক খলিল মন্ডল, লেখক-সম্পাদক ইকবাল কবির লেমন।
রবিউল ইসলাম শাকিলের সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরও মধ্যে বক্তব্য দেন দি অল্টারনেটিভ ইয়্যুথ ফোরামের সভাপতি আওরঙ্গজেব রিকো, আলোর পথ সামাজিক সংগঠনের সভাপতি মুস্তাহিদুল ইসলাম।
Leave a Reply