বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলার উপজেলার মধুপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত হিন্দুধর্মালম্বি পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পূর্ব শাখা কর্তৃক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর শুক্রবার মধুপুর ইউনিয়ন পরিষদ ভবনে মধুপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আলীমের সভাপতিতে বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা পূর্ব শাখার আমির অধ্যাপক নাজিমুদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমিরে জামায়াত বলেছেন বাংলাদেশে কোন সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই এদেশের বৈধ নাগরিক। সুষ্ঠু ও সম্প্রীতির বাংলাদেশ উপহার দিতে চায় জামাতে ইসলামী বাংলাদেশ।
উক্ত বিতরণ সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা আমির অধ্যক্ষ ফজলুল হক, নায়েবে আমির ও বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সম্পাদক সাংবাদিক আব্দুল ওয়াদুদ, জামায়াত নেতা আব্দুল মান্নান, মধুপুর ইউনিয়ন জামায়াতের আমীর ডা: শাহ আলম এবং মধুপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও মহিলা ইউপি সদস্যবৃন্দ।
আলোচনা শেষে ছয়টি হিন্দু পরিবারের মাঝে উক্ত আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com