সোনাতলা প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের গ্ৰাম করমজায় ১৬প্রহরব্যাপী অপ্রাকৃত লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে ।গ্ৰাম করমজা হরিমন্দির কমিটির আয়োজনে এ অনুষ্ঠানে কির্তন পরিবেশন করেন দেশের বিভিন্ন স্ব-নাম ধন্য কির্তনীরা । এরা হলেন গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার শ্রী সুবোধ চন্দ্র রায়, নওগাঁ জেলার বদলগাছি উপজেলার শ্রী চঞ্চল চন্দ্র দাস, বগুড়া জেলার কাহালু উপজেলার শ্রী গোবিন্দ চন্দ্র মহন্ত, জেলার শেরপুর উপজেলার শ্রীমতি শান্তনা রানী মহন্ত । অনুষ্ঠানটি ১৪ই জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে ১৭ই জুলাই রবিবার পর্যন্ত চলমান ছিল । পরে কুঞ্জভঙ্গ ও মহাপ্রভুর ভোগের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ বছরের মত সমাপ্তি হয় ।আয়োজক কমিটির পক্ষ থেকে দু-বেলা খাবারের ব্যবস্থা ছিল দুর-দুরান্ত থেকে আগত ভক্তবৃন্দের জন্য । এতে বিভিন্ন এলাকার শত শত ভক্তবৃন্দ অপ্রাকৃত লীলা কির্তন উপভোগের জন্য অনুষ্ঠান স্থলে যোগদান করেন । অনুষ্ঠানে আসা লাঠিগঞ্জ গ্ৰামের শ্রী অর্জন চন্দ্র দাস বলেন,প্রতি বছর আমি সহ আমাদের গ্ৰামের লোকজন আসে এখানে কির্তন শুনতে তিনি আরো বলেন এখানে এলে ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান লাভ হয় এবং অনেকের সাথে কুশলাদি বিনিময় হয় । আয়োজক কমিটির সদস্য শ্রী শ্যামল চন্দ্র দাস জানান,প্রতি বছরের ন্যায় এবারও এই রাধা গোবিন্দ মন্দিরে ১৬প্রহরব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠিত হচ্ছে । এতে অনেক দুরের ভক্তবৃন্দের সাথে যেমন দেখা হয় পাশাপাশি তাদের চরনধুলীও আমরা পাই এবং এ অনুষ্ঠান উপলক্ষে গ্ৰামের প্রতিটি বাড়িতে এসেছে তাদের আত্নীয় স্বজন ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com