প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৩, ৪:৩৯ অপরাহ্ণ
সোনাতলার চারালকান্দিতে ১৬প্রহর ব্যাপী শ্রীশ্রী রাধাগোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত
বিকাশ চন্দ্র স্বর্নকারঃ প্রচন্ড শীত উপেক্ষা করেও জেলা সহ উপজেলার বিভিন্ন গ্ৰাম থেকে ধর্মানুরাগী হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষেরা হরিবাসর প্রাঙ্গনে এসে সু-শৃঙ্খল ভাবে বসে লীলারস কীর্তন শ্রবন করছেন । সরেজমিনে বগুড়া জেলার সোনাতলা উপজেলার দিগদাইর ইউনিয়নের কেন্দ্রীয় (চারালকান্দি) হরি মন্দিরে গিয়ে দেখা যায়, হিন্দু সম্প্রদায়ের ধর্মানু্রাগী শত শত নারী ও পুরুষেরা অত্যন্ত সুন্দর ও শান্তপ্রীয় ভাবে বসে দেশের বিভিন্ন জেলা থেকে আগত কীর্তনীয়া ও তার সহযোগিদের মধুর সুরে পরিবেশনকৃত কীর্তন উপভোগ করছেন এবং মাঝে মাঝে কীর্তনের ভাবাবেগে একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করতেও দেখা গেছে । আয়োজক কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শ্রী নিরাঞ্জন চন্দ্র রায় প্রতিনিধিকে জানান, এবার তাদের ২২তম অধিবেশন চলছে। ১৬ই জানুয়ারী সোমবার শ্রীমদ্ভগবদ গীতা পাঠ ও মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে এ কীর্তন অনুষ্ঠান শুরু হলেও সেটি শেষ হবে আগামী ১৯শে জানুয়ারী বৃহস্পতিবার সকালে । ওই দিনই দুপুরে গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগ উৎসব পরে ভক্তবৃন্দের মাঝে প্রাসাদ বিতরণ করা হবে । পরের দিন শনিবার দধি মঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে এবারের এ হরিবাসর অনুষ্ঠানের ঘটবে সমাপ্তি । তিনি আরো বলেন,অত্র এলাকার মধ্যে এ কীর্তন অনুষ্ঠানে আশপাশের বিভিন্ন গ্ৰাম থেকে হাজার হাজার হিন্দু ধর্মানুরাগী ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে যোগদান করে । অপরদিকে উক্ত অনুষ্ঠান পরিদর্শন করেছেন, বগুড়া ০১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান,এ সময় তার সাথে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনহাদুজ্জান লিটন,দিগদাইর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী তৈয়ব শামীম,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সোহেল,পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিম কুমার জৈন নতুন, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা তবিবর রহমান মাষ্টার,নুরে আলম বাবলু মাষ্টার, ইউনিয়নের পরিষদের সহকারী সচিব শ্যাম কানাই, আওয়ামী লীগের নেতা শিবলু রহমান ও ইউনিয়ন আওয়ামীলীগ তথা অত্র অনুষ্ঠানের সভাপতি নিরাঞ্জন চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা,সহ সভাপতি চঞ্চল চন্দ্র রায়, সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিকাশ চন্দ্র স্বর্নকার প্রমুখ ।উক্ত অনুষ্ঠানকে ঘিরে ওই গ্ৰামে সাজ সাজ রব পড়েছে প্রতিটি বাড়িতে এসেছে দুর-দুরান্ত থেকে তাদের নিকট অত্নীয়-স্বজন ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com
© সোনাতলা সংবাদ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত