আব্দুর রাজ্জাক সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় উপজেলার জোড়গাছা ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আশরাফুল আলম সভাপতি ও শামীম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। ১৫ জুলাই শনিবার বিকেলে উপজেলার জোড়গাছা ইউনিয়নের চরপাড়া বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ সূচনা করেন উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব ফিদা হাসান খান টিটো। জোড়গাছা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক প্রভাষক আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটন। প্রধান বক্তা হিসেবে বক্তার রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, নবগুড়া জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার হামিদ রুবেল, জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম মতিন, সম্মেলনের সভাপতি প্রার্থী যুবলীগ নেতা মাহমুদুল হাসান রঙ্গিন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজু, সোনাতলা পৌর যুবলীগের সভাপতি জুবায়েদ হাসান পরাগসহ জেলা যুবলীগ নেতা,ও উপজেলা এবং ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে নের্তৃবৃন্দ।
পরে উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব ফিদা হাসান খান টিটো ইউনিয়নের যুবলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং জেলা নেতৃবৃন্দের দ্বিতীয় অধিবেশনে পরিচালনার দায়িত্ব দেন। সম্মেলনে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় উপজেলা পর্যায়ে নের্তৃবৃন্দের সহযোগিতায় প্রার্থীদের সমঝোতা করে আগামী তিন বছরের জন্য জোড়গাছা ইউনিয়নের যুবলীগের সভাপতি আশরাফুল আলম ও সাধারণ সম্পাদক শামীমকে দায়িত্ব দেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com