সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলা উপজেলার পৌর সদরের ঘোড়াপীরে মোটরসাইকেল শোরুমে ডাকাতির চেষ্টা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে। ডাকাতি চেষ্টার সময় ডাকাতেরা নৈশ প্রহরী মোহর আলীকে হাতুড়ি দিয়ে পৈচাশিক কায়দায় মারপিট করে।মারপিটে গুরুতর আহত নৈশ প্রহরী সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসাধীন নৈশ প্রহরী মোহর আলী জানান, ‘২৩ জুলাই শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘোড়াপীরে মামা-ভাগ্নে শোরুমের অদূরে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যাই। এগিয়ে গিয়ে কালো মুখোশপড়া অস্ত্রধারী ৭ জনকে দেখতে পাই। তারা এত রাতে এখানে কি করছে জিজ্ঞাসা করতেই তারা এলোপাতাড়িভাবে হাতুড়ি দিয়ে আমার মুখম-লসহ বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় আমি সাহায্য চেয়ে চিৎকার করলে মুখোশধারীরা পালিয়ে যায়। পরে কাতরাতে কাতরাতে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদের বাড়িতে গিয়ে তাকে বিষয়টি জানাই। পৌর কাউন্সিলর হারুন অর রশিদ সোনাতলা থানায় ফোন দিয়ে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ এসে আমাকে হাসপাতালে ভর্তি করে দেয়।’
চুরির বিষয়ে সোনাতলা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল জানিয়েছেন, ‘মাদক ব্যবসা ও জুয়া বন্ধ করতে পারলেই এধরনের চুরি-ডাকাতিসহ অন্যান্য অনাকাক্সিক্ষত ঘটনাগুলো রোধ করা সম্ভব।’
এ ব্যাপারে সোনাতলা থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, বিষয়টি জেনে রাতেই পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি চুরিরোধে জনসাধারণকে সচেতন থাকার পরামর্শ দেন।
সোনাতলায় চুরি ও ডাকাতির চেষ্টা ও ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে বিরাজ করছে অজানা আতঙ্ক।
Leave a Reply