1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :

সোনাতলার পদ্মপাড়া-পাকুল্লা সড়ক সংস্কার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ

  • মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২১৩

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলায় পদ্মপাড়া-পাকুল্লা সড়কে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন যাবত সড়কটির এমন বেহাল অবস্থায় চলাচলকারীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পদ্মপাড়া-পাকুল্লা সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। সড়কটির দূরত্ব মাত্র এক কিলোমিটার। সড়কটি পদ্মপাড়া থেকে মিলনের পাড়া তিনমাথা মোড়ে গিয়ে পাকুল্লা-হরিখালী রাস্তার সাথে মিলিত হয়েছে। স্থানীয়রা জানান, উক্ত সড়কের দুই পাশে রয়েছে অসংখ্য বসতবাড়ি।

বসতবাড়িগুলো রাস্তার তুলনায় অনেক উঁচু। ফলে সামান্য বৃষ্টিতে বাড়ির পানি রাস্তার ওপর দিয়ে গড়ে অন্য পাশে যাওয়ার কারণে রাস্তাটির বিভিন্ন স্থানে ধসে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। অপরদিকে কার্পেটিং উঠে গিয়ে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

পদ্মপাড়া বাজার থেকে পাকুল্লা বাজার ও ইউনিয়ন পরিষদে যাতায়াতের সড়কটি দীর্ঘদিন যাবত সংষ্কার না করায় ওই এলাকার ১২ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দিনের বেলায় ওই সড়ক দিয়ে চলাচল করা গেলেও রাতের অন্ধকারে হেঁটে চলাও কষ্টকর।

পাকুল্লা ইউপি চেয়ারম্যান একেএম লতিফুল বারী টিম বলেন, রাস্তাটি এলজিইডি’র। তাই ওই সড়ক সংষ্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলজিইডি’র। সড়ক সংষ্কারে এলজিইডি নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, সড়কটি সংষ্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ এলেই টেন্ডার আহবান করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট