আব্দুর রাজ্জাক, প্রধান প্রতিবেদকঃ বগুড়ার সোনাতলার পাকুল্যা ইউনিয়নের চেয়ারম্যান লতিফুল বারী টিমের বিরুদ্ধে ইজিপিপির তালিকায় মৃত ব্যক্তি ও প্রবাসীকে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে।
প্রতিকার পেতে পিআইও আয়েশা সিদ্দিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। এর অনুলিপি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক, প্রকল্প পরিচালক, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
আশেয়া সিদ্দিকা অভিযোগে বলেন, ২০২৩-২৪ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টির শ্রমিক তালিকা যাচাই করা হয়। এতে দেখা যায়, পাকুল্যা ইউনিয়নের তালিকায় পরিপত্রের নীতিমালার বাইরে কিছু শ্রমিক অন্তর্ভুক্ত রয়েছে। তালিকায় মালয়েশিয়ায় অবস্থানকারী, মৃত ব্যক্তি, তথ্য সেবাকেন্দ্রের ব্যক্তি, ইউপি সদস্যের স্ত্রী ও ছেলে, চেয়ারম্যানের মোটরসাইকেলের চালক, অন্য পেশায় নিয়োজিত, ৬০ বছরের ঊর্ধ্বে ব্যক্তিসহ সচ্ছল ব্যক্তির নাম আছে। তালিকাটি যাচাই করে সংশোধন করতে ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিমকে অনুরোধ করলে তিনি তা অগ্রাহ্য করেন। তিনি তালিকাটি সংশোধন বা রদবদল না করতে চাপ প্রয়োগ করে যাচ্ছেন।
লতিফুল বারী টিম তার দেওয়া ইজিপিপির তালিকায় মৃত, প্রবাসী ও স্যুটপ্যান্ট পড়া ব্যক্তির নাম দেওয়া হয়নি। আগামীকাল বাচাই হবে সেখানে আসেন।সোনাতলা পিআইও আয়েশা সিদ্দিকা বলেন,সাতটি ইউনিয়নের মধ্যে পাকুল্লা ইউনিয়নে তালিকায় অসামঞ্জস্য হওয়ায় আমি যাচাই বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত ভাবে অবগত করেছি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আফসার সায়মা বলেন, তালিকাটি সংশোধন না করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply