আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ সোনাতলা বয়ড়া উচ্চ বিদ্যালয়ে ল্যাব-সহকারী নিয়োগের ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে লুকোচুরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ উল্লেখিত পদে নিয়োগের ব্যপারে বিদ্যালয়ের কোন শিক্ষক বা কর্মচারী কেউ না জানলেও আবেদনের সময়সীমা শেষ হয়েছে ১৫ সেপ্টেম্বর।
মামুন, পল্লব, ইমদাদুল, লিমন, মোনারুল, শহিদুল, স্বপনসহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, ল্যাব-সহকারী পদে নিয়োগের আবেদনের জন্য আমি অনেকভাবে খোঁজ-খবর রাখছিলাম কিন্তু কোন ফাঁকে নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশ হলো তা কেউ জানে না। এমনকি বিদ্যালয়ের নোটিশ বোর্ডে কোন বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। বিদ্যালয়ের অফিস সহকারীর সাথে কথা বললে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা।
নিয়েগ বিজ্ঞপ্তি প্রকাশের তথ্য জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারাজুল ইসলাম তালবাহানা করে বলেন, এটা খুবই গোপনীয় বিষয় আপনাদের জানানো যাবে না। পরে তিনি সভাপতি শিপলুকে ফোন করে বিদ্যালয়ে আসতে বলেন। কিন্তু সভাপতি বিদ্যালয়ে আসেননি। তার কাছে বিজ্ঞপ্তির কপি দেখতে চাইলে তিনি বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ফাইল তাই আমার বাসায় রেখেছি।
এ ব্যপারে মাধ্যমিক শিক্ষা বিষয়ক কর্মকর্তা নাজমুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, নিয়োগের ব্যাপারটা পত্রিকায় প্রকাশ পেয়েছে। তবে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ফাইল নিজ বাসায় রাখতে পারেন কি না সে ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আপনি প্রধান শিক্ষককে বলেন ফাইল আমাদের দেখান।
এলাকার ব্যক্তিদের অভিযোগ মোটা অংকের টাকা ভাগ-বাটোয়ারার বিনিময়ে কাউকে নিয়োগ দেওয়ার জন্য প্রধান শিক্ষক সভাপতি এই নিয়োগের ব্যাপারে লুকোচুরি খেলছেন। অফিসের কোন কর্মচারী বা কোন শিক্ষক এই নিয়োগের ব্যপারে কিছু জানেনা। যদি তাই না হয় তাহলে এই বিষয়টা কেন গোপন করে রাখলেন তারা।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com