হাসান মেহেদী, সোনাতলা থেকেঃ বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া হাট থেকে সুজাইতপুর হয়ে চামুরপাড়া গামী গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজ অর্ধেক করে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে ওই এলাকার সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
জানা যায়, কিছুদিন আগে সড়কটির সংস্কার কাজ শুরু হলে এলাকাবাসীর মাঝে আশার সঞ্চার হয়। কিন্তু কিছু দূর কাজ করার পরেই কার্যক্রম বন্ধ হয়ে যায়। রাস্তার একাংশে ভাঙা ইট ও পাথর (ভুল্টোজার) ফেলা হলেও বৃষ্টির পানিতে তা উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত।
এই খানা-খন্দযুক্ত রাস্তায় যানবাহন চলাচল অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় গাড়ির চাকা পাথরে আঘাত পেয়ে পাংচার হয়ে যায়। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার সময় চরম ঝুঁকি ও ভোগান্তি পোহাতে হচ্ছে।
চামুরপাড়া এলাকার এক বাসিন্দা বলেন, “প্রথমে যখন রাস্তার কাজ শুরু হলো, সবাই খুশি হয়েছিল। কিন্তু এখন তো সেই খুশি দুর্ভোগে পরিণত হয়েছে। রাস্তায় গাড়ি উঠলেই মনে হয় ধাক্কায় গাড়ির চাকা খুলে যাবে।”
স্থানীয় বাসিন্দারা আরও জানান, বর্ষার কারণে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। গর্তে পানি জমে চলাচল আরও বিপজ্জনক হয়ে উঠছে।
এলাকাবাসীর জোর দাবি, দ্রুত অবশিষ্ট সংস্কারকাজ সম্পন্ন করে রাস্তাটি চলাচলের উপযোগী করে তুলতে হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply