আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর শনিবার বালুয়া উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্জু ফিদা হাসান খান টিটো।
বালুয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাকির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বগুড়া -১আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবি সাখাওয়াত হোসেন সজল, বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সহ-সভাপতি বাপ্পি কুমার চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি জোবায়ের হাসান পরাগ, সদর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, যুবলীগ নেতা নাহিদ হাসান জিতু, উৎপল কুমার, মোমিনসহ নেতৃবৃন্দ। আলোচনা শেষে উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। দ্বিতীয় অধিবেশনে তিনজন সভাপতি প্রার্থী ও দুজন সাধারণ সম্পাদক প্রার্থীদের নাম জেলা কমিটি নিয়ে যায়। যাচাই বাছাই অন্তে আগামী তিন বছরের জন্য বালুয়া ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঘোষণা প্রদান করবেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com