সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার বালুয়াহাট ডিগ্রী কলেজে চতুর্থ শ্রেণীর কর্মচারীর ৭টি পদে নিয়োগ বানিজ্য ও দুর্নিতির বিরুদ্ধে এলাকার বাসীরা মানববন্ধন করেন। ২২ আগষ্ট সোমবার সকাল ১০টায় উক্ত কলেজের সামনে স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসীরা মানবন্ধনে অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, জুয়েল, আপেল, আব্দুল হান্নান, মহাব্বত মন্ডল, জামিনুর ইসলাম রানা ও শিরিনা বেগম। মানববন্ধনে বক্তারা বলেন আমরা ওই প্রতিষ্ঠানে আমাদের জায়গা জমি দিয়েছি। আমাদের ছেলে মেয়েদের নিয়োগ পরীক্ষার সুযোগ না দিয়ে টাকার বিনিময়ে অন্যদের নিয়োগ দিয়েছে। আমরা বিধি অনুযায়ী পুনরায় নিয়োগ পরিক্ষা চাই। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি পেশ করেন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন জানান, স্মারক লিপি পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com