সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ ৩০ অক্টোবর রবিবার সকালে উপজেলার জোড়গাছা ইউনিয়নে বয়রা উচ্চ বিদ্যালয়ে মানবতা জাগ্রত হোক সংগঠনের উদ্যেগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারাজুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রূম্পা। এসময় তিনি তার বক্তব্যে বলেন, সমাজসেবা মূলক কাজে সকল ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন এবং রক্তদানে জনসচেতনতা ও সামাজিক কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান করেন।
ক্যাম্পটি সকাল ১০ টায় শুরু হয়ে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করার মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রিপন ইসলাম,মানবতা জাগ্রত হোক সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃআব্দুল্লাহ আল নোমান,এডমিন মোঃরাফিন,ওয়েজকুরুনী,সদস্য রিমন,কাজী মুক্তার,জয়নাল সহ আরো অনেকে।
Leave a Reply