স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় গণঅধিকার পরিষদের মধুপুর ইউনিয়নে রায়হানকে আহ্বায়ক, আব্দুস ছামাদকে সদস্য সচিব করে ৫১ সদস্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
১৫ মার্চ রবিবার সন্ধ্যায় হরিখালী বাজারস্থ গণঅধিকার পরিষদের নেতা কর্মীদের সমন্বয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল শেষে সোনাতলা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহারুল ইসলাম লাজু ও সদস্য সচিব সোহেল মিয়ার স্বাক্ষরিত দলীয় প্যাডে রায়হানকে আহ্বায়ক, আব্দুস ছামাদকে সদস্য সচিব করে ৫১ সদস্য আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
এসময় গণ অধিকার পরিষদের সোনাতলা উপজেলা শাখার আহ্বায়ক শাহরিয়ার লাজু বলেন, ‘সবার সহযোগিতায় গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে সোনাতলা উপজেলার গণ অধিকার পরিষদ কাজ করে আসছে এবং এটি অব্যাহত থাকবে।
Leave a Reply