আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলা উপজেলার সাব রেজিষ্ট্রার নুসরাত জাহানের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল ও ১১ অক্টোবর থেকে দলিল লেখকদের কলম বিরতি চলমান চলমান রয়েছে।
১৭ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে সাব রেজিষ্ট্রার নুসরাত জাহানের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেন। এরপর তারা অবস্থান কর্মসূচি পালন করেন।
১৮ অক্টোবর বুধবার সকাল ১০টায় আবারও তারা বিক্ষোভ মিছিল করে উপজেলা চত্বরের সামনে অবস্থান নেয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লীটন তাদের আশ্বস্ত করে বলেন, ‘শীগ্রই উর্ধতন দপ্তরের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবো’।
এরপর তারা সাব-রেজিস্টারের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন। বিক্ষোভ মিছিলে শেষে তারা বলেন, সাব-রেজিট্রার অপসারণ না হওয়া পর্যন্ত তাদের কলম বিরতি চলমান থাকবে। তারা আরও বলেন, সাব রেজিষ্ট্রার নুসরাত জাহান এই উপজেলায় যোগদানের পর হতে সে দায়িত্ব পালনের ক্ষেত্রে দলিল লেখকরা পদে পদে বিড়ম্বনার শিকার হয়ে আসছেন। সাব রেজিষ্টার নুসরাত জাহানের নিকট দলিল সম্পাদনের কোন বিষয় নিয়ে গেলে তিনি দলিল লেখকদের সাথে অশালিন আচরণ করে থাকেন। তিনি যোগদানের পর থেকে অদ্যাবধি বিষয়টি চিরাচরিত নিয়মে পরিণত হয়েছে। কথায় কথায় তিনি দলিল লেখকদের দলিল লেখার কাজ হতে অব্যাহতি প্রদান করেন এবং লাইসেন্স বাতিলের হুমকি প্রদান করেন। এছাড়াও দলিল করতে আসা সাধারণ মানুষকে ছোটখাটো ত্রুটি দেখিয়ে জটিলতার সৃষ্টি করে নির্ধারিত উৎকোচের বিনিময়ে বিষয়গুলোর রফাদফা করেন’।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও সোনাতলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মিঠু, সাংগঠনিক সম্পাদক মাছদুর রহমান বকুল, কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম, সদস্য জাহিদ হোসেন ঝোটনসহ দলিল লেখক সমিতির সকল সদস্যগন।
Leave a Reply