স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহমেদ কলেজ স্টেশনে আবারো সান্তাহার হতে বুড়িমারী গামী ৭১৩ করোতোয়া এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ট্রেন থামিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও জণ সাধারণ অবস্থান কর্মসূচি পালন করেন।
২৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে ১০ টা ৩৫ মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও জণসাধারণ ট্রেন দাড় করান।
এ সময় তাদের যৌক্তিক দাবি তুলে ধরেন, দিগদাইড় ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, ইউপি সদস্য রবিউল ইসলামসহ ছাত্র শিক্ষক কর্মচারী সুধীজনেরা। তারা বলেন, সোনাতলা থেকে বগুড়া মাঝখানে ৪টি ষ্টেশন সেই কারনে ষ্টেশনে যাত্রা বিরতি প্রয়োজন।
এছাড়াও এ এলাকায় প্রাইমারী, কিন্ডারগার্টেন, হাইস্কুল, বালিকা বিদ্যালয়, আলিম মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় কলেজ, হাট বাজার এনজিও রয়েছে। শিল্প কারখানা চাতাল, ইটভাটা, তেলের মিল, পাট ক্রয় কেন্দ্রসহ অনেক চাকুরী জীবি রয়েছে যা দেশের বিভিন্ন যায়গায় যোগাযোগ সুবিধা হবে। এছাড়াও তারা আরও কয়েকটি যৌক্তিক দাবি ছাত্র জনতা শিক্ষক কর্মচারীসহ জনসাধারণ সংশ্লিষ্টদের বরাবর যৌক্তিক দাবি তুলে ধরেন।
পরবর্তীতে দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক টুল্লু ও ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ রবিউল ইসলাম রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বললে, রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ছাত্র জনতা ২ ঘন্টা ২৫ মিনিট পর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দেন।
Leave a Reply