আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় সৈয়দ আহমেদ কলেজ ষ্টেশনে আন্তঃনগর করতোয়া, দোলনচাঁপা ও লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক কর্মচারী ও জনসাধারণের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
৬ অক্টোবর রবিবার সোনাতলা উপজেলার সৈয়দ আহমেদ কলেজ ষ্টেশনে ছাত্র শিক্ষক কর্মচারী ও সকল স্তরের জনসাধারণের আহ্বানে অবস্থান কর্মসূচি পালিত হয়।
এ সময় সান্তাহার থেকে ছেড়ে আসা ৭১৩ আন্তঃনগর করতোয়া দেড়ঘন্টা ও ৭৬৮ দোলনচাঁপা ও ৭৫১ লালমনি এক্সপ্রেস তিনটি ট্রেন সৈয়দ আহমেদ কলেজ রেল ষ্টেশনে ট্রেনটি থামিয়ে দেয় ।
এ সময় তাদের যৌক্তিক দাবি তুলে ধরেন, দিগদাইড় ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, ইউপি সদস্য রবিউল ইসলামসহ ছাত্র শিক্ষক কর্মচারী সুধীজনেরা। তারা বলেন, সোনাতলা থেকে বগুড়া মাঝখানে ৪টি ষ্টেশন সেই কারনে ষ্টেশনে যাত্রা বিরতি প্রয়োজন।
এছাড়াও এ এলাকায় প্রাইমারী, কিন্ডারগার্টেন, হাইস্কুল, বালিকা বিদ্যালয়, আলিম মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় কলেজ, হাট বাজার এনজিও রয়েছে। শিল্প কারখানা চাতাল, ইটভাটা, তেলের মিল, পাট ক্রয় কেন্দ্রসহ অনেক চাকুরী জীবি রয়েছে যা দেশের বিভিন্ন যায়গায় যোগাযোগ সুবিধা হবে।
এছাড়াও তারা আরও কয়েকটি যৌক্তিক দাবি ছাত্র জনতা শিক্ষক কর্মচারীসহ জনসাধারণ সংশ্লিষ্টদের বরাবর যৌক্তিক দাবি তুলে ধরেন। এবং স্মারকলিপি দোলনচাঁপা ট্রেনের পরিচালক সাখাওয়াত হোসেনের হাতে প্রদান করেন। বিষয়টি ট্রেনের পরিচালক সাখাওয়াত হোসেন উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে কথা বলে তাদেরকে প্রসেসিং অনুযায়ী আস্বস্ত করে ট্রেন ছেড়ে দেয়।
দুটি ট্রেনের যাত্রা বিরতির দাবিতে অবস্থানকালে ট্রেনের যাত্রীদের ভোগান্তি কমাতে আরএনবি, জিআরপি পুলিশ ও সোনাতলা থানা পুলিশ সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করেন।
উল্লেখ্য গত ২২শে সেপ্টেম্বর ওই স্টেশনে করোতোয়া ও দোলনচাঁপা ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com