নিজস্ব প্রতিনিধিঃ আজ রবিবার বগুড়ার সোনাতলা উপজেলার তেকানীচুকাইনগর ইউপি’র চরসরলিয়া গ্রামের চরে বাড়িতে অগ্নিকান্ডে বাড়ি পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে পরিবারটি। এই ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে।
উপজেলার তেকানীচুকাইনগর ইউপি’র চর সরলিয়া গ্রামের বুদা হাজীর ছেলে ওজিবরের বাড়িতে দুপুরে কেউ না থাকায় বাড়ির পাশে মাঠে কাজ করছিল। হঠাৎ করে আগুন দেখে এগিয়ে এলে তখন আগুন নেভানোর চেষ্টা করলে দু’টি টিনের শোয়ার ঘর, একটি টিনের গোয়াল ঘর সহ ধান ও চাল, আসবাব পত্র সহ মোট আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিবারটি এখন খোলা আকাশের নীচে জীবন যাপন করছে। পোড়া বাড়িটি পরিদর্শন করেছেন, সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মিনহাদুজ্জামান লীটন, তেকানীচুকাইনগর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মন্ডল সহ ইউপি সদস্যবৃন্দ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com