আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ ২১ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ১টায় বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের পুর্বতেকানী গ্রামে একটি দোকাকান ঘরে অগ্নিকাণ্ডে দোকানঘর পুরে ছাই পরিবার পথে বসেছে।
উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের পুর্বতেকানী গ্রামের মোঃ মোনতাজ এর ছেলে আতাউর রহমান এর দোকান ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে সেই দোকান ঘরে থাকা কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের কথা অনুযায়ী দোকানে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা কেউ জানে না তবে সবাই ধারনা করছে কেহ শত্রুতা করেই এ আগুন লাগিয়েছে।
ক্ষতিগ্রস্থ আতাউর জানান. সারাদিন দোকান দারি করে রাত ৮টায় বাড়িতে যাই। রাত ১টায় এলাকাবাসী হইচই শুরু করে এবং আমাকে ডাক দেয় যে তোমার দোকানে আগুন লেগেছে। দিশে হারা হয়ে দোকানে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। এতে আমার সব শেষ হয়ে গেছে। আমার পরিবারে প্রতিবন্ধি সন্তানসহ ৪সদস্য পরিবার এ দোকানের উপর রুটি রোজগার আমার আর কিছু থাকলো না। আমার দোকানে টিভি ফ্রিজ, নগদ টাকাসহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় গ্রামবাসী শহিদুল ইসলাম জানান, ওই ছেলেটির এই দোকানের উপর নির্ভশীল কেউ শত্রুতা করে ছেলেটার সর্বনাশ করেছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com