সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় অনুমোদনবিহীন পণ্য উৎপাদনের অপরাধে মেসার্স সালেক ফুড এ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে এক প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি এবং বিএসটিআই পরিদর্শন কর্মকর্তা জুনায়েদ আহম্মেদ, এনএসআই কর্মকর্তা ও এপিবিএন সদস্যদের নিয়ে অভিযানটি পরিচালনা করেন। সোনাতলা পৌর সদরের সরকারি নাজির আখতার কলেজ রোডে মোফাজ্জল বেপারীর ছেলে সালেক উদ্দীনের মালিকানাধীন ওই প্রতিষ্ঠানটিতে গিয়ে অনুমোদনবিহীন ১৪ টি পণ্যের অস্তিত্ব পেয়ে তারা প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন এবং অনুমোদনবিহীন পণ্যগুলো জব্দ করে ধ্বংস করেন।
জানাগেছে, প্রতিষ্ঠানের পরিচালক সালেক উদ্দিনের নিজস্ব বাসার গোডাউনে তৈরিকৃত ডিংকিং ওয়াটার (সুরভী), মশার কয়েল (ছালেক), ব্যাটারী পানি (ছালেক), মরিচের গুড়া (সুরভী), হলুদের গুড়া (সুরভী), বলপেন (ছালেক), হ্যান্ড ওয়াশ (ছালেক), হ্যান্ড স্যানিডাইজার (ছালেক), টয়লেট ক্লিনার (ছালেক), শ্যাম্পু, (সুরভী), সরিষার তেল (সুরভী), আইস ললি (সুরভী), লিবুধও ডিশ ওয়াশ (সুরভী), চানাচুর (সুরভী), ভ্রামান্যমান অভিযান চালিয়ে তার গোডাউনে অভিযান চালিয়ে মালামাল জব্দ করে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আমির সালমান রনি ও বি, এস, টি, আই এর বগুড়ার পরিদর্শক কর্মকর্তা জুনায়েদ আহম্মেদ, এপি বি এম সদস্যরা মোবাইল কোটে পেশকার এস আই নির্মল ৪এপি বিএম বগুড়া শেষে মালামাল গুলি রোলার দিয়ে ধ্বংস করেন। ঐ প্রতিষ্ঠানের ম্যানাজার মোঃ শহিদুল ইসলাম ও প্রতিষ্ঠানের পরিচালক সালেক উদ্দিনের পিতা তোফাজ্জল হোসেনকে আটক করে। পরে জরিমানার অর্থ নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি জানান, ‘এনএসআইএ’র তথ্যের ভিত্তিতে এনএসআই, বিএসটিআই কর্মকর্তা ও এপিবিএন সদস্যদের নিয়ে আমরা এ অভিযানটি পরিচালনা করি। অভিযানের সময় মানুষের জন্য ক্ষতিকর বিএসটিআই’র অনুমোদনবিহীন পণ্য পাওয়ায় সেগুলো জব্দ করে ধ্বংস করেছি এবং অনিয়মের আশ্রয় নিয়ে মানহীন পণ্য উৎপাদন প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগে প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com