আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় এক অসহায় ভ্যান চালককে সিগারেট আনতে দিয়ে সুকৌশলে ভ্যান চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ৩১ জানুয়ারী সোমবার উপজেলার বালুয়াহাট বাজারস্থ রাস্থার উপর থেকে। এঘটনায় ওই ভ্যান চালক ইউনুস আলী বেপারী থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুত্র ও ভুক্তভোগী ইউনুছ আলী জানায়, সোমবার সকাল ৮টায় তার ছেলেকে ভ্যান চালাতে দিয়ে সে জমিতে ধান লাগাতে জায়। ছেলে ভ্যানটি নিয়ে মাদরাসা মোড়ে দাড়িয়ে ছিল। হঠাৎ অপরিচিত একটি লোক ভ্যানে উঠে বলে সামনে চল এই বলে ছেলেটিকে থানা গেটে দাড়িয়ে থাকতে বলে। একটু পরে থানার ভিতর থেকে ফিরে এসে উপজেলা দক্ষিণ গেটে একটু অপেক্ষা করে আবারও মাদরাসা মোড় হয়ে ডাকুমারা হাটের উদ্দেশ্যে রওনা হয়। বালুয়াহাট বাজার এলাকার একটু দুরে রাস্থার উপরে থেকে ভ্যান ওয়ালা ছেলেটিকে সিগারেট আনতে বলে ছেলেটি সিগারেট আনতে গেলে সু কৌশলে ভ্যান নিয়ে পালিয়ে যায়। ছেলেটি ভ্যান না দেখতে পেয়ে হাউ মাউ করে কেদে ফেলে। পরে খোজা খুজি করে তাকে আর পাত্তা না পাওয়ায়। বাড়িতে গিয়ে সব খুলে বলে পরের দিন সকালে ছেলেটির বাবা ইউনুছ আলী থানায় গিয়ে ওসি সৈকত হাসানের কাছে কেদে কেদে বলে আমি সরকারী ঘরে থাকি এনজিও থেকে ৪০ হাজার টাকা লোন করে এবং বাড়িতে থাকা একটি গরু বিক্রি করে ভ্যানটি ক্রয় করি। সেই ভ্যানটি গতকাল চুরি হয়েছে। আমার আর করে খাওয়ার কিছু থাকলা। ওসি সৈকত হাসান তাৎক্ষনিক অভিযোগ নিয়ে পুলিশকে পাঠিয়ে আশে পাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সিসিটিভির ফুটেজে লোকটিকে দেকে কেহ চিনতে পারলে থানা প্রশাসন কে সহযোগীতা করার আহ্বান রইলো। এতে গরীব অসহায় ব্যাক্তির জীবিকা নির্বাহের এক মাত্র সম্বল ভ্যানটি উদ্ধার করতে সক্ষম হত থানা প্রশাসন।
Leave a Reply