সোনাতলা (বগুড়া) সংবাদদাতাঃ বগুড়ার সোনাতলা উপজেলায় ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস,থ্যালাসামিয়া সহ রোগে আক্রান্ত অসহায় রোগিদের মাঝে সরকারি সাহায্যের ১১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে স্থানীয় বঙ্গবন্ধু মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বগুড়া-১ আসনের সাংসদ সাহাদারা মান্নান বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.মিনহাদুজ্জামান লীটন ও সাংসদের একমাত্র পুত্র বিশিষ্ঠ শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল। এ সময় উপজেলা সমাজ সেবা সহ অন্যান্য দপ্তরের অফিসাররা,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগিরা উপস্থিত ছিলেন। পরে র্যালি শেষে একই স্থানে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com