সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় গতকাল শনিবার স্থানীয় এনায়েত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আব্দুল মান্নান এমপি স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনালে মহাস্থান বিপুল একাদশ ৫-১ গোলে নুসাইফা ফুটবল একাডেমি বগুড়াকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে।
খেলার শুরু থেকেই উভয় দল আক্রমন পাল্টা আক্রমন করে খেলতে থাকে। প্রথমার্ধের ১২ মিনিটের মাথায় মহাস্থান বিপুল একাদশের ৯নং জার্সি পরিহিত খেলোয়ার বাবু প্রথম জয়সূচক গোল করেন। এরপর ১৫ মিনিটের মাথায় একই দলের ৭নং জার্সি পরিহিত খেলোয়ার আল আমিন দ্বিতীয় গোল করেন। খেলার ১৭ মিনিটের মাথায় ১০নং জার্সি পরিহিত আল আমিন তৃতীয় গোল করেন। খেলার ৩৩ মিনিটের মাথায় মহাস্থান বিপুল একাদশের ৯নং জার্সি পরিহিত খেলোয়ার বাবু আরেকটি গোল করেন। খেলার দ্বিতীয়ার্ধের মাত্র ৩ মিনিটের মাথায় নুসাইফা ফুটবল একাডেমি বগুড়ার ১২নং জার্সি পরিহিত খেলোয়ার বাবু একটি গোল করেন। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটের মাথায় মহাস্থান বিপুল একাদশের ২নং জার্সি পরিহিত খেলোয়ার মুন্না একটি চমৎকার গোল করে দলের বিজয় নিশ্চিত করেন। ফলে আব্দুল মান্নান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বিজয় নিশ্চিত করে দলটি ফাইনালে উন্নীত হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মহাস্থান বিপুল একাদশের খেলোয়ার বাবু।
খেলাটি পরিচালনা করেন, আনারুল কবির রুবেল। তাকে সহযোগিতা করেন নয়ন ও ফজলে রাব্বী। খেলাটির ধারাভাষ্য প্রদান করেন মোঃ রফিকুল ইসলাম। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত খেলোয়ারের হাতে ট্রফি তুলে দেন মানবিক বাংলাদেশ সোসাইটির সোনাতলা উপজেলা শাখার সভাপতি ও বিশিস্ট ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, খেলার আয়োজন শাহিনুর আলম শিপন ও সাবেক ইউপি সদস্য শাহাদত জামান রুবেল, ডাঃ জান্নাতুল আলম দুখু ও বীর মুক্তিযোদ্ধা বাদল উপস্থিত ছিলেন।
Leave a Reply