সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় আজীবন সম্মাননা সহ “আলোর প্রদীপ সম্মাননা ২০২২” পাচ্ছেন ২ গুণী ব্যক্তি ও এক প্রতিষ্ঠান। আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন উত্তরাঞ্চল তথা বগুড়া সোনাতলার কৃতি সন্তান প্রফেসর অরূন বিকাশ গোস্বামী। “আলোর প্রদীপ সম্মাননা ২০২২” এর জন্য মনোনীত হয়েছেন বই পড়া আন্দোলন কে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিকশিত করার তরুণ কারিগর জামালপুরের কৃতি সন্তান শেখ মুহাম্মাদ আতিফ আসাদ। আধুনিক কৃষি উদ্যোগের মাধ্যমে বেকার সমস্যা দূরীকরণে অনন্য ভূমিকা পালনকারী বগুড়ার এগ্রো ওয়ান প্রতিষ্ঠান। আলোর প্রদীপ যুব সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সামিউল ইসলাম বলেন “শীঘ্রই আড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সম্মাননা প্রাপ্তদের হাতে এই সম্মান তুলে দেয়া হবে। আলোর প্রদীপ পরিবার তাদের সম্মানিত করে নিজেরাও সম্মানিতবোধ করছে”।
উল্লেখ্য আলোর প্রদীপ যুব সংগঠন সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে এই সম্মাননা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ৬ষ্ঠ বারের মতো এই তিন গুনী/প্রতিষ্ঠানকে সম্মাননার জন্য মনোনীত করা হলো।
Leave a Reply