সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন এর স্বামী সফটওয়্যার ডেভেলোপার মোঃ আল আমিন সিকদারকে মারপিটের ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও র্যালী করেছেন সোনাতলা উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীগণ। রোববার বিকালে আনুমানিক ৪টায় পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিবাদ র্যালী উপজেলা পরিষদে চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। প্রতিবাদ সমাবেশ থেকে কর্মকর্তা ও কর্মচারীগণ উপজেলা নিবার্হী অফিসারের স্বামী সফটওয়্যার ডেভেলোপার মোঃ আল আমিন সিকদারকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলাকারী শামীমের শাস্তিরদাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রুহুল আমিন, মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা সোহবার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা, কৃষি নম্প্রসারণ কর্মকর্তা মাসুদ পারভেজ, রবিউল ইসলাম, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুর বারী টিম, দিগদাইড় ইউ পি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু , সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলালসহ উজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com