1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :

সোনাতলায় ইউনিয়ন পরিষদে শালিশ শেষে দু’পক্ষের মারপিট, থানায় মামলাঃ গ্রেপ্তার- ১

  • মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলার সদর ইউনিয়ন পরিষদে এক অমিমাংশিত শালিশ শেষে দুপক্ষের মারপিটের ঘটনা ঘটে। এসময় দুই নারি বকুলের বোন ও ভাবি আহত হয়ে সোনাতলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এঘটনায় মোঃ বকুল মিয়া ইউপি সদস্য সহ ৫জনের নাম উল্লেখপুর্বক অজ্ঞাত আরো ৫-৬জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ করেন। এতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ১নং আসামি সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রুবেল মেম্বারকে আটক করেছে।
অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার সদর ইউনিয়নের সুজাইতপুর গ্রামের মৃত ছমির উদ্দিন বেপারির ছেলে মোঃ বকুল মিয়ার পাশ্ববর্তি গাবতলী উপজেলা সুখানপুকুর ইউনিয়নের কেশরপাড়া গ্রামের টুকু মোল্লার মেয়ে মোছাঃ নাছিমা বেগমের সাথে গত ১বছর পুর্বে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়। প্রথমদিকে ভালো চললেও পরবর্তিতে সংসারে অশান্তির সৃস্টি হয়। নাছিমা তার পরিবারের লোকজন ও উল্লেখিত বিবাদিদের কু পরামর্শে বকুলের পরিবারের লোকজনের সাথে খারাপ আচরন সুরু করে। এছারাও গোপনে অন্য একটি ছেলের সাথে মোবাইলে কথা বলে। এতে নিষেধ করলে রাতের আধারে স্ত্রী নাছিমা বকুলকে মারধর করে। এরপর গত ৩১/০১/২০২২ ইং তালিখ ভোরে ঘর থেকে ৫০ হাজার টাকা ও গহনা নিয়ে সকলের চোখ ফাকি দিয়ে পালিয়ে যায়। বিষয়টি জানার পর বকুল তার স্ত্রীকে ফোনকরে। এসময় তার স্ত্রী নাছিমা বলে সে আর ফিরে আসবেনা। পরবর্তিতে নাছিমার পরিবাররের সাথে যোগাযোগ করলে তারাও একই কথা বলেন। এভাবে দীর্ঘদিন তাকে ফিরে আনার চেস্টা করলে সে তার পরিবারের লোকজন ও বিবাদী গনের কথামতো বকুলের সংসারে আসবেনা বলে জানায়। এছারাও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গের সাথে আলোচনা করে তাকে আনতে গেলে তখনও সে আসতে রাজি হয়না। পরবর্তিতে নাছিমার পরিবারের লোকজন বকুলের পরিবারকে নগন ৮০ হাজার টাকার বিনিময়ে মিমাংশার প্রস্তাব দেয়। সেই মোতাবেক টাকা নিয়ে ১২/০৯/২০২২ইং তারিখ দুপুরে সোনাতলা সদর ইউনিয়ন পরিষদে গিয়ে উভয় পক্ষ মিমাংশার জন্য বসে। সেসময় কথাবার্তা চলাকালে ওই ইউনিয়নের মেম্বার মোঃ রুবেল বকুলের পরিবারকে ৯০ হাজার টাকা দিতে বলে। তখন বকুলের পরিবার বলে আমাদের সাথেতো ৮০ হাজার টাকা মিটেছে। তাই তারা সেটাই নিয়ে এসেছে। একথা বলা মাত্রই রুবেল মেম্বার চৌকিদারের লাঠি হাতে নিয়ে তাদেরকে এলোপাথারিভাবে উপর্যোপরি আঘাত করতে সুরু করে। এতেকরে বকুলের বোন ও ভাইয়ের স্ত্রী (ভাবি) গুরুতর আহত হয়। এসময় তাদেরকে রক্ষা করতে গেলে বিবাদি পক্ষের লোকজন বকুল সহ তার পরিবারের অন্য সকলকে মারধর করে এবং তাদের কাছে থাকা ৮০,০০০ টাকা রুবেল মেম্বার ছিনিয়ে নেয়। সেইসাথে বকুলকে পরিষদের একটি ঘরে আটকে রাখে বলেও অভিযোগে উল্লেখ করনে তিনি। এসময় বকুল ৯৯৯-এ ফোন করলে সোনাতলা থানা থেকে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে।

এব‍্যপারে ওই ইউপি চেয়ারম‍্যান জাকির হোসেন বেলাল জানান, অমিমাংশিত বিচার শেষে এক পক্ষকে বাহিরে যেতে বলা হয় পরিষদের মাঠের কথা কাটাকাটির এক পর্যায়ে মহিলারা চুলাচুলি সহ একটি অপ্রীতি ঘটনা ঘটে। বাধ‍্য হয়ে আমি লাঠি হাতে নিয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করি।

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ সৈকত হাসানের সাথে কথা বললে তিনি জানান, এবিষয়ে থানায় একটি মামলা হয়েছে এবং মামলার ১নং আসামী মোঃ রুবেল মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। সেইসাথে সকালে গ্রেফতারকৃত আসামিকে বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট