সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় এক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইউপি সদস্য সোনাতলা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য ও সদর ইউনিয়ন বিএনপির নেতা আরিফুল ইসলাম আরিফ। সে উপজেলার সুজাইতপুর গ্রামের সখিমুদ্দীনের ছেলে। ঘটনার শিকার বালুয়া ইউনিয়নের বাঘবাড়ি গ্রামের ওই নারী সাংবাদিকদের জানান, ‘গত ২৫ আগস্ট রাত ১০ টার দিকে দিঘীরপাড়ায় ভাড়াকৃত দিঘীর মালিক সদর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন বিএনপি নেতা আরিফুল ইসলাম আরিফ মাছ দেয়ার কথা বলে ফোন দিয়ে তাকে দিঘীর পাড়ে ডেকে নেন। সেখানে যাওয়ার পর আরিফুল ইসলাম ও তার সহযোগীরা হঠাৎ করে দিঘীর পাশের একটি ঘরে তাকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় কিছু লোকজন আসার কারণে সহযোগীসহ পালিয়ে যায় আরিফ। স্থানীয় লোকজন আরিফকে ধরতে না পারলেও তাকে ( ভুক্তভোগীকে) ঘরটিতে তালাবদ্ধ করে রাখে।
সোনাতলার বাইরে অবস্থানরত নারীটির দিনমজুর স্বামীকে ফোনে বিষয়টি জানায় ঘটনার শিকার নারী। পরেরদিন সকাল ১০ টায় তাকে তার স্বামী এসে উদ্ধার করে। এ ঘটনায় সোনাতলা থানায় মামলার প্রস্তুতি চলছে।
ধর্ষণচেষ্টার শিকার নারীর স্বামী জানিয়েছেন, ‘২৫ আগস্ট অনেক রাতে আমার স্ত্রীর ফোন পেয়ে আমি ২৬ আগস্ট সকালে গ্রামের উদ্দেশ্যে রওনা হই। গ্রামে এসে ওইদিন সকাল ১০ টায় দীঘিরপাড়ের তালাবদ্ধ ঘরটি থেকে আমি তাকে উদ্ধার করি।’
এ ব্যাপারে সোনাতলা থানার অফিসার ইনচার্জ সৈকত হাসানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, ‘এ বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি, তবে লোকমুখে বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।’
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com