সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় গতকাল শনিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মিনহাদুজ্জামান লীটনের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার প্রায় সাড়ে ৪ হাজার এসএসসি ও সমমানের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার ৭টি কেন্দ্রের কেন্দ্র সচিবদের নিকট ওই সকল উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মিনহাদুজ্জামান লীটন, সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের উপাধ্যক্ষ রবিউল আউয়াল বিপ্লব, সোনাতলা শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, বয়ড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ নিলুফা ইয়াসমিন, সোনাতলা সরকারী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ মনোয়ার হোসেন শাহিন, সোনাতলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আতাউর রহমান আনসারী, মহিচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান কবীর, ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বদিউদ-জ্জামান মুকুল প্রমুখ।
Leave a Reply