আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) থেকেঃ বগুড়ার সোনাতলা উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে ডিজিটাল উপায়ে ফেসবুক ম্যাসেঞ্জারে প্রশ্নপত্র ও উত্তরপত্র ছড়িয়ে দেওয়ায় এক যুবককে হাতেনাতে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট সাইদা পারভিন। এছাড়া পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে গিয়ে প্রশ্নপত্র করবরাহ ও উত্তরপত্র সংগ্রহের সাথে জরিত ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এঘটনা ঘটে।
জানাগেছে, সারা দেশের ন্যায় আজ মঙ্গলবার বগুড়ার সোনাতলা উপজেলায় চলছে এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা। পরীক্ষা শুরু হওয়ার পর সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট সাইদা পারভীন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আকতার পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। এসময় কেন্দ্রের সামনে ফেসবুক ম্যাসেঞ্জার ‘এসএসসি ব্যাচ -২০২৩’ নামে গ্রুপের মাধ্যমে প্রশ্নপত্র ও উত্তরপত্র দেওয়া নেওয়ার বিষয়টি তাদের নজরে আসে। এসময় পরীক্ষাকেন্দ্রের বাহিরে হৃদয় আহম্মেদ (২৬) নামের এক যুবককে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। পরে মোবাইল ফোন সার্চ করে প্রশ্নপত্র ও উত্তরপত্র চালাচালির বিষয়টি তারা নিশ্চত হন। এরপর তাকে পুলিশে দেন। আটককৃত যুবক সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের ছায়েদ মন্ডলের ছেলে।
এদিকে ফেসবুক মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে প্রশ্ন-উত্তর দেওয়া-নেওয়া ও পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় ২জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন, উপজেলার আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী আরফিনা জাহান ও ভিখনেরপাড়া উচ্চ বিদ্যালের পরীক্ষার্থী কুমারী শ্রাবন্তী রানী।
সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট সাইদা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষা কেন্দ্রে কাউকে অসদুপায় অবলম্বন করতে দেওয়া হবেনা।
Leave a Reply