নিজস্ব প্রতিনিধিঃ আজ সোমবার বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া ১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মিনহাদুজ্জামান লীটন, বিশিষ্ট শিক্ষাবিদ এমপির পুত্র সাকোয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাহিদুল বারী খান রব্বানী, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এহিয়া কামাল। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হক। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com