প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ১০:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২২, ২:৩৫ অপরাহ্ণ
সোনাতলায় কমিউনিটি পুলিশিং ডে উৎযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিংয়ের মূলতন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই স্লোগানকে সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় বগুড়া সোনাতলায় থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উৎযাপন উপলক্ষে র্যালি আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর শনিবার সকাল ১০ টায় একটি র্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্তরে এসে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম বুলু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর তাহেরুল ইসলাম তাহের, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রফিকুল আলম, বালুয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, পৌর প্যানেল মেয়র কাউন্সিলর মশিউর রহমান রানা, উপজেলা কমিনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার দারা প্রমূখ। থানা তদন্ত ইন্সেপেক্টর কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিস্টার, তেকানী চুকাই নগর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, উপজেলার সকল ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য এবং গ্রাম পুলিশ সদস্যরা।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com
© সোনাতলা সংবাদ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত