1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :

সোনাতলায় কলেজ শিক্ষককে মারধরঃ সেই পুলিশ সদস্য ক্লোজড

  • রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৪৭

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় চোর বলার প্রতিবাদ করায় শিক্ষককে পেটানো সেই পুলিশ সদস্যকে বগুড়া পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এছাড়াও ওই পুলিশের বিরুদ্ধে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার বগুড়ার সোনাতলা থানার এসআই রশিদুল ইসলাম সোনাতলা পৌর এলাকার গড়ফতেপুর এলাকার বাসিন্দা ও সোনাতলা সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক মোতরাজ আলীর ছেলে ও পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়া মাদ্রাসার ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক আব্দুল আলিম (৪৫) কে ওই পুলিশ সদস্য ছাগল চোর বলে সম্বোধন করেন। পুলিশের এমন প্রশ্নে প্রশ্ন করার কারণ জানতে চাইলে পুলিশ সদস্য রশিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে উক্ত শিক্ষকের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন ওই শিক্ষক রাস্তার পাশে রাখা ইটের উপর পড়ে গেলে মাথা ফেটে যায়। পরে শিক্ষকের গলায় থাকা গামছা দিয়ে পেচিয়ে ধরে। এতে করে ওই শিক্ষক গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা হাসপাতালে ভর্তি করায়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে গেলে ওই পুলিশ সদস্যকে ক্লোজড করে বগুড়া পুলিশ লাইনে নেওয়া হয়। এছাড়াও ওই পুলিশের এ ধরনের কর্মকান্ডে বগুড়ার পুলিশ সুপার ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত করে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট