সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় গত বৃহস্পতিবার উপজেলা চত্বরে বাংলাদেশ সীড এসোসিয়েশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৫০ জন কৃষকের মাঝে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক কৃষিবিদ মোঃ গোলাম সোবহানী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সীড এসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ বেলাল উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ আহমেদ প্রমুখ। ৩৫০ কৃষক কৃষাণীর মাঝে ৭০০ কেজি হাইব্রিড জাতের ধানের বীজ কৃষকদের মাঝে বিনামূল্য বিতরণ করা হয়।
Leave a Reply