সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মজিব এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে ও সোনাতলার ক্রীড়াঙ্গনকে গতিশীল করার লক্ষ্যে সোনাতলা ক্রীড়া উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রমীলা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ম্যাচটির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন। প্রমীলা ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন রংপুর প্রমীলা ফুটবল দল ও ঠাকুরগাঁও প্রমীলা ফুটবল দল। খেলায় রংপুর প্রমীলা ফুটবল দল ৩-২ গোলে ঠাকুরগাঁও প্রমীলা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের অধিনায়কের হাতে গোল্ডকাপ তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন ও উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর তাহেরুল ইসলাম তাহের, পৌর কাউন্সিলর রবিউল খান, ডাঃ শাথিলসহ উপজেলা ক্রীড়া উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন সোনাতলা প্রেস ক্লাবের সভাপতি ও পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল।
Leave a Reply