আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় ঘোষিত সারাদেশের ন্যায় বগুড়া সোনাতলা উপজেলার ৭টি ইউনিয়নে ১০ দফা দাবীতে পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১১ ফ্রেব্রুয়ারী শনিবার বিকালে একযোগে খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবীতে বিএনপির ৭টি ইউনিয়নে পথযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া-১আসনের ধানের শীষের সর্বশেষ সংসদ সদস্য প্রার্থী একেএম জাকির হোসেনের নের্তৃতে পথযাত্রায় বক্তরা বলেন, জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র, ভোটাধিকার, দেশের মালিকানা ফিরিয়ে দিতে এবং বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, নিত্যপ্রয়োজনয়ী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ জনজীবনের বিভিন্ন দাবী নিয়ে ১০ দফা দাবীতে আন্দোলন চলছে। বিএনপি আন্দোলন সফল করে আওয়ামী দুঃশাসনে ভঙ্গুর রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ২৭ দফা প্রস্তাবও দিয়েছে।
আন্দোলনে অংশ নিতে সকলকে উৎসাহিত করে , সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুঃশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং রাষ্ট্রকাঠামো মেরামত করে জনগণের কাঙ্খিত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা কায়েম করার আহ্বান জানান বক্তারা । উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাসহ সকল অঙ্গদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply