সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: শনিবার দুপুরে বগুড়ার সোনাতলায় অনুষ্ঠিত হয়েছে গণিত অলিম্পিয়াড। সোনাতলা উপজেলা পরিষদে সবুজসাথী উচ্চ বিদ্যালয়ে ম্যাথ পয়েন্ট নামের সংগঠন এ গণিত অলিম্পিয়াডের আয়োজন করে। সকাল ১০ টায় গণিত অলিম্পিয়াড উদ্বোধন করেন ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ এর সভাপতি ও ম্যাথ পয়েন্টের উপদেষ্টা শিমন আহম্মেদ বাদল। এতে ২শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে স্থানীয় বঙ্গবন্ধু মিলনায়তনে ম্যাথ পয়েন্টের সমন্বয়কারী প্রীতম ঘোষের সভাপতিত্বে ও সৃষ্টি সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ও পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, লেখক-সম্পাদক ইকবাল কবির লেমন, সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জিএম আহসান হাবীব, ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ এর সভাপতি ও ম্যাথ পয়েন্টের উপদেষ্টা শিমন আহম্মেদ বাদল, সরকারি নাজির আখতার কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সুমন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ম্যাথ পয়েন্টের সদস্য নাফিউল ইসলাম বাপ্পী, এবি নোমান, এমএসজে সাব্বির, ইশফাকুন নেছা, শাপলা আকতার, সজল, খায়রুল ইসলাম ও সুমন। প্রতিযেগিতায় সোনাতলা প্রি- ক্যাডেট স্কুলের শিক্ষার্থী ও সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক লতিফুল ইসলামের ছেলে মোঃ নিয়ামুল ইসলাম (লিয়ন) বিজয়ী হয়, তাকে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিবৃন্দরা।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com