সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলায় শরিফা বেগম (২৩) নামের একজন সৌদি আরব প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। সে উপজেলার জোড়গাছা ইউনিয়নের উত্তর বয়রা গ্রামের প্রবাসী কাওসার আহম্মেদের স্ত্রী।
স্থানীয়রা জানান, কাওসার আহম্মেদ প্রায় ৩ বছর আগে স্ত্রী ও এক সন্তানকে বাড়িতে রেখে পরিবারের স্বচ্ছলতা আনতে সৌদি আরবে পাড়ি জমান। এরপর ওই প্রবাসীর স্ত্রী স্থানীয় এক যুবকের সাথে পরকিয়ায় জরিয়ে পড়েন। এতে স্বামী-স্ত্রীর মধ্যে মুঠোফোনে মাঝে মধ্যে ঝগড়া হতো। এরই এক পর্যায়ে বুধবার গভীর রাতে ওই গৃহবধু শয়ন ঘরের তীরের সাথে দড়ি পেচিয়ে আতœহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন টের পায়। এরপর মুমূর্ষূ অবস্থায় ওই গৃহবধুকে রাত ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
স্থানীয় ইউপি সদস্য রায়হানুল ইসলাম আতœহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply