সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় গাঁজাসহ আন্তঃথানা দুই গরু চোর আটক করেছে থানা পুলিশ। ২৮ আগস্ট সন্ধায় তাদেরকে সোনাতলা সদর ইউনিয়নের সুজাইতপুর গ্রাম থেকে আটক করে। আটককৃতরা হলো-বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকাতলা এলাকার শংকরপুর গ্রামের চান্দু মিয়ার ছেলে তারাজুল ইসলাম (৩৪) ও একই এলাকার মুরাদপুর গ্রামের ফজলুল হকের ছেলে ফারুক হাসান (৪৭)।
বিষয়টি নিশ্চিত করে থানা তদন্ত অফিসার কামাল হোসেন জানান, থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান এর নেতৃত্বে এসআই আমিনুল ইসলাম, এএসআই রমেন কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ সন্ধ্যায় অভিযান চালিয়ে সুজাইতপুর এলাকা হতে গাঁজাসহ তারাজুল ইসলাম ও ফারুক হোসেন নামে দুই মাদক ব্যবসায়ী ও আন্তঃ থানা গরু চোরকে গ্রেফতার করে। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। ২৯ আগস্ট সকালে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply