সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় গাজা কারবারীসহ ৬ ওয়ারেন্ট আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ। ১০ জানুয়ারী বগুড়া পুলিশ সুপারের নির্দেশনায়, এএসপি শিবগঞ্জ সার্কেল এর তত্বাবধানে সোনাতলা থানার, এসআই মোঃ নুর ইসলাম, এসআই মোঃ আব্দুস ছালাম আজাদ, এসআই মোঃ আসাদুজ্জামান, এসআই মোঃ ইমরান হোসেন, এএসআই আতিকুজ্জামান, এএসআই এরশাদ আলী-১, সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে সোনাতলা থানায় ২৫০ গ্রাম শুকনা গাজাসহ আগুনিয়াতাইড় গ্রামের মৃত কলি প্রাং হাতেম প্রাং(৪৩), গ্রেফতার করেন।
অপর দিকে ওয়ারেন্ট ভুক্ত পৌর এলাকার বোচার পুকুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ মিল্টন, ঘোড়াপীর এলাকার মৃত দুলা মিয়ার ছেলে মোঃ কাঞ্চন, উপজেলার কালাইহাটা গ্রামের মৃত ওসমান গনীর ছেলে সাইফুল ইসলাম, মহাব্বতের পাড়া গ্রামের আলতাব হোসেন বেপারীর ছেলে আল আমিন হোসেন, হুয়াকুয়া গ্রামের আঃ হক মন্ডলের ছেলে মোঃ পিন্টু মন্ডল। গ্রেফতারকৃতদের ১১জানুয়ারী বুধবার পুলিশ স্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com