সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় শ্রী অমল চন্দ্র দাস নামে ৬০ বছরের বৃদ্ধের গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে পৌর এলাকার ২নং ওয়ার্ড গড়চৈতন্যপুর (কর্মকারপাড়া) গ্রামে। অমল চন্দ্র দাস ওই গ্রামের মৃত অবনী ধর কর্মকার এর ছেলে।
১০ অক্টোবর সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। আত্মীয় স্বজনরা উদ্ধার করে প্রথমে সোনাতলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাপাতালে প্রেরণ করেন। এ্যাম্বূলেন্স যোগে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান। এ ঘটনায় এলাকাবাসীর অনেকে বলেন, তাদের পারিবারিক ভাবে ঝগড়া বিবাদ হয়েছিল তাই মনের ক্ষোভে গ্যাস ট্যাবলেট খান। এবিষয়ে থানার সেকেন্ড অফিসার এসআই আমিনুল ইসলাম জানান, গতকাল রাত অনুমার ৮টার সময় ৬০ বছরের বৃদ্ধ নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। আজ ১১ অক্টোবর মঙ্গলবার সকালে তার ছেলে বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দিয়েছে লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com