স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা থানা পুলিশ একটি চোরাই গরুসহ ২জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, পুলিশ সুপার বগুড়ার নির্দেশনায় এএসপি শিবগঞ্জ সার্কেলের তত্বাবধানে সোনাতলা থানার এসআই মোঃ আনিছুর রহমান মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে একটি কালো রংয়ের গরুসহ ২জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলা সদরের আগুনিয়াটাইড় গ্রামের এনামুল হক মন্ডলের ছেল সৈকত মন্ডল (২০) ও একই গ্রামের বুলু মৃধার ছেলে ইসলাম মৃধা (২০)। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোনাতলা থানার ওসি সৈকত হাসান গরুসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আজ সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply