সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ করেছে এক গৃহবধু। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই গৃহবধুর বক্তব্য ভাইরাল হওয়ার পর অভিযুক্ত সুজন কুমার ঘোষ গাঢাকা দিয়েছে। এঘটনায় ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে সোনাতলা থানায় মামলা দায়ের করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই গৃহবধু জানান, সোনাতলা সদরের নামাজখালী গ্রামের সুবাস চন্দ্র ঘোষের ছেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষ একদিন জোড়পূর্বক ওই নারীকে গলায় ছুড়ি ধরে ধর্ষন করে। এরপর থেকে অনেকদিন ধরে স্বামী ও সন্তানকে হত্যার হুমকি দিয়ে ধর্ষন করে আসছে। অব্যাহত ওই ছাত্রলীগ নেতার ধর্ষনে অতিষ্ঠ হয়ে ওঠেন ওই গৃহবধু। তার এই সামাজিক যোগাযোগ মাধ্যমে করা বক্তব্য ভাইরাল হয়। অনেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য দাবী জানান।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান নয়ন বলেন, অভিযোগের বিষয়টি আমরা শুনেছি। ঘটনা সত্য কিনা যাচাই করে দলীয় সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জালাল উদ্দিন বলেন, এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com