সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় সেনাসদস্য ভাইয়ের কোদালের আঘাতে শরীর থেকে আঙ্গুল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বেলা সাড়ে ৪টায় উপজেলার জোড়গাছা ইউনিয়নের দক্ষিণ বয়ড়া গ্রামে।
এলাকাবাসি ও থানা সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত ভিক্ষু শেখের ছেলে ও সৌদি প্রবাসী মিজানুর রহমান শেখ (৪৫) গত ১৫/১৬দিন পূর্বে সৌদি আরব থেকে দেশে ফিরে আসে। এরপর তাদের বাড়ির জায়গার সীমানা নিয়ে সহোদর দু’ভাইয়ের সাথে মনোমালিন্যের সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে গতকাল বিকেলে তাদের মধ্যে বাড়ির সীমানা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তার আপন সহোদর ছোট ভাই সেনা সদস্য মিনারুল ইসলাম (২৫) ও আব্দুল মালেক (২৪) কোদাল দিয়ে মিজানুর রহমানকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। এসময় মিজানুর প্রাণ রক্ষার জন্য হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলে কোদালের আঘাতে তার ডান হাতের শাহদৎ আঙ্গুল শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। এ বিষয়ে স্থানীয় লোকজন আরও জানান, অভিযুক্ত দু’ব্যক্তির প্রভাবে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়না। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে সোনাতলা থানার ওসি জালাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি সত্যতা স্বীকার করে বলেন, আহত ব্যক্তিকে চিকিসার জন্য প্রথমে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি একটু সুস্থ্য হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply