আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় জমিজমা সংক্রান্ত জেরে মারপিটে উভয় পক্ষের ৬জন আহত হয়েছে। এঘটনায় থানা পুলিশ ৪জনকে আটক করেছে। ১৪'ই জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন মৃলবাড়ী গ্রামের মৃত মোবারক আলীর ছেলে তোজাম্মেল আকন্দ (৮০), জাহিদুল ইসলাম প্রামানিকের স্ত্রী রেখা বেগম, মোস্তাফিজার রহমানের স্ত্রী মোর্শেদা বেগম, সামাদ মন্ডলের স্ত্রী মমতাজ বেগম, সহিদুল আকন্দের স্ত্রী সেন্দুরী বেগম ও একই গ্রামের প্রতিপক্ষ তালেব এর ছেলে হযরত আলী।
আহত তোজাম্মেল আকন্দ জানান, আমার পত্রিক সম্পত্তি একই দাগে মোট ৩৩ শতাংশ জমি রয়েছে। এরমধ্যে ১৭ শতাংশ জমি আমি ভোগ দখল করে আসছি এবং একই দাগে ১৬শতাংশ জমি মৃত কমল উদ্দিনের ছেলে আবু তালেব কবলামুলে ভোগ দখল করে আসছে। আমার দখলীয় জমিতে বাঁশঝাড় ও কবরস্থান রয়েছে এবং আবু তালেব এর দখলীয় জমিতে বসতবাড়ি করে রয়েছে।
প্রতিপক্ষ আবু তালেব দীর্ঘদিন ধরে জোড়পূর্বক আমার জমি দখলের চেষ্টা করে আসছে। এ নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ চলে আসছে। এঘটনায় ১৪'ই জানুয়ারি শনিবার দুপুরে আবু তালেব প্রামানিক তার দুই ছেলে হযরত আলীও মিঠু প্রামানিকসহ বহিরাগত সন্ত্রাসী বাহীনি নিয়ে আমার জমিতে থাকা প্রায় ৮-১০ টি বাঁশঝাড় কাটে এবং মাটি ফেলে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। এতে আমি ও আমার পরিবারের লোকজন বাধা নিষেধ করলে প্রতিপক্ষ আবু তালেব তার দুই ছেলেসহ ভারাটিয়া সন্ত্রাসী বাহীনিরা হামলা চালিয়ে মারপিট শুরু করে। মারপিটে আমি ও আমার পরিবারের সদস্যরা আহত হলে এলাকার লোকজন উদ্ধার করে আমাদেরকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান মারপিটের ঘটনা নিশ্চত করে বলেন, এখনো লিখিত কোনো অভিযোগ পাইনাই। ৪জন আটকের বিষয়ে জানতে চাইলে তিনি জানান পুলিশের উপস্থিতে কোন আমল যোগ্য অপরাধ কেহ করে থাকে সেই মূলে ৪জনকে আটক করা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com