প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০২৩, ১১:৪০ পূর্বাহ্ণ
সোনাতলায় জমিজমা সংক্রান্ত মারপিটে স্বামী পরিত্যাক্তা নারী আহতঃ থানায় অভিযোগ
আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা জমিজমা সংক্রাতে প্রতিপক্ষের মারপিটে স্বামী পরিত্যাক্তা এরেন বেগম আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। ঘটনাটিনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে উপজেলার পাকুল্লা ইউনিয়নের চারালকান্দি গ্রামে। এঘটনায় ২৭জানুয়ারী শুক্রবার সকালে এরেন বেগমের জ্যাঠাতো ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে একই এলাকার মৃত ঘুমার আলী আকন্দের ছেলে দেলোয়ার হোসেন জাহাঙ্গীর (৪৫), দেলোয়ার হোসেন জাহাঙ্গীর এর ছেলে মোঃ জিবন (২২) ও মৃত জাহাবক্স আকন্দের ছেলে মোঃ আলকাছ আলী (৬৫)সহ ০৫ জন অজ্ঞতনামাকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগে উল্লেখ করেন,
অভিযুক্তরা তাদের দখলকৃত বসতবাড়ির ভিটা নিয়ে পূর্ব থেকে ঝগড়া- ফেছাত করে আসছে। গত ২৬ জানুয়ারী সন্ধ্যায় প্রতিপক্ষ অভিযুক্তরা তাদের বসত বাড়ির সীমানায় জোর করে বাড়ি নির্মান কাজ করতে থাকে বাদীসহ তাদের পরিবারের লোকজন প্রতিপক্ষদের কাজ করতে বাধা দিতে গেলে প্রতিপক্ষরা পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে থাকা তাদের হাতে থাকা বাশের লাঠি, কাঠের বাটাম লোহার রড দিয়ে তাদেরকে এলোপাথারী ভাবে মারধর করিতে থাকে। বাদী আশরাফুলকে মারধর করতে দেখে
তার চাচাতো বোন মোছাঃ এরেন বেগম আগাতে আসলে প্রতিপক্ষদের হাতে কাঠের বাঠাম দিয়ে মাথায় সজোরে আঘাত করলে
এরেন বেগমের মাথা ফেটে মাটিতে লুটে পরে। অন্যদেরকে এলোপাথারী ভাবে মারধর করিতে থাকে এতে অন্যদের শরিরের বিভিন্ন জায়গায় ছিলাফোলা জখম হয়। এরেন বেগম ডাক চিৎকার করিলে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে প্রতিপক্ষরা বিভিন্ন প্রকার হুমকিসহ তাদের জীবনের মতো মেরে ফেলার হুমকি প্রদান করে চলে যায়। স্থানীয়রা এরেন বেগমকে উদ্ধারকরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
অভিযোগে আরও উল্লেখ করে প্রতিপক্ষ অভিযুক্তরা তাদের সীমানাতে জোর করে ঘর নির্মাণ করে জমি দখল করেছে। প্রতিপক্ষরা এর আগেও তাদের সাথে সীমানা নিয়ে বেশ কয়েকবার ঝামেলা করে তারপর এলাকার গন্যমান্য লোকজনদের সহযোগীতায় আপোষ মিমাংসা করে দেয়। তারপরও প্রতিপক্ষরা তাদের সাথে বারবার মারামারিসহ ঝগরা ফেছাত করে থাকে। বর্তমানে প্রতিপক্ষরা
তাদের জমি জোর পূর্বক দখল করে আছে তাদের কোন ভাবেই জমিতে প্রবেশ করতে দিচ্ছেনা। প্রতিপক্ষরা তাদের প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি প্রদান করতেছে। বর্তমানে এরেন বেগম সোনাতলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এঘটনায় থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠে দিয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com
© সোনাতলা সংবাদ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত