আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মারপিটে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন, দড়ি হাসরাজ গ্রামের মৃত কেরামত বেপারীর ছেলে বাবু বেপারী, বাবু বেপারীর ছেলে আব্দুর রাজ্জাক, অপর পক্ষের একই এলাকার মোঃ হবিবর বেপারীর ছেলে আব্দুল হান্নান ও তার ভাই শহিদুল ইসলাম। ১৪ ফ্রেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলার মধুপুর ইউনিয়নের দড়ি হাসরাজ (সাতবিল) গ্রামে বিরোধপূর্ণ জমিতে ঘটনাটি ঘটেছে। আহত সুত্রে জানাযায়, দীর্ঘদিন যাবৎ জমাজমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ ঘটনায় বাবুর ভাই সালেক বেপারী গত কয়েকদিন আগে সোনাতলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এদিকে ১৪ফ্রেব্রুয়ারী দুপুরে বিরোধ পুর্ণ জমিতে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এঘটনায় উভয় পক্ষের ৪ জন আহত হয়ে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে সালেক বেপারীর ছেলে শিমুল জানান, শহিদুল পক্ষরা দীর্ঘ কয়েক বছর আগে ওই জমিতে রাতের আধারে টিনের ঘর তুলে জোরপুর্বক দখল করে। এখন সেখানে ইটের দেওয়াল তৈরী করতে থাকে খবর শুনে সেখানে দেয়াল তুলতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমার জ্যাঠু ও জ্যাঠাতো ভাইকে তারা এলোপাতারি ভাবে মারপিট শুরু করে। এক পর্যায়ে তারা আহত হয়ে পড়ে গেলে তাদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেই। ওপর দিকে প্রতিপক্ষ শহিদুল ইসলাম জানান, জমির কাগজ পত্রাদি মুলে আমরা সেই থেকে ঘর বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছি। থানা পুলিশ কাজ করতে নিষেধ করলে আমরা কাজ বন্ধ রাখি। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান অভিযোগের বিষয় নিশ্চত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply