
সোনাতলা(বগুড়া) সংবাদদাতা : বগুড়ার সোনাতলা উপজেলায় গত শনিবার (১২ই আগষ্ট) সকাল ১০টায় জমিসংক্রান্ত পূর্বের জেড়ে স্হানীয় নুরপুর(কারবালা) বাজারে সাবেক দিগদাইড় ইউপির সদস্য মরহুম ছারোয়ার রহমানের পুএ মামুনের সাথে একই গ্রামের ওবায়দুল হকের কথার কাটাকাটি হয়।এতে এক পযার্য়ে ওবায়দুল হক পূর্বের পরিকল্পনা মোতাবেক দেশীয় অস্ত্র নিয়ে মামুনের ঝাঁপিয়ে পড়ে। এ ঘটনায় মামুন(৩৫)ও সোহেল (২০)গুরুত্ব আহত হয়। এদিকে মামুন পক্ষের আঘাতে ওবায়দুল এবং শহিদুল ইসলাম নামে দুই সহোদর আহত হয়। উভয় পক্ষের আহতদের স্হানীয়রা উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন,নারী সংঘটিত কারণে এই মারপিটের ঘটনা ঘটে।
এবিষয়ে সোনাতলা থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, থানায় একটি মামলা হয়েছে।
Related
Leave a Reply