1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :

সোনাতলায় জমি-জমা সংক্রান্ত বিরোধে মারপিটে ৯ জন আহতঃ থানায় অভিযোগ

  • শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলার পল্লীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মারপিটে মহিলা সহ কমপক্ষে ৯ জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর মৃধাপাড়া গ্রামের একরাম হোসেন মুন্টুর মেয়ে মলি খাতুন তার জমি দেখতে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন তার জমির আল কেটে বাঁশ দিয়ে বেড়া দেওয়ার চেষ্টা করে। এ সময় মলি বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তার উপর মারমুখী আচরণ করে। এ সময় মলির ভাই এরশাদ এগিয়ে এলে তাকেও আক্রমন করে প্রতিপক্ষের লোকজন। এ সংবাদ পেয়ে একরাম হোসেন মুন্টুর পরিবারের লোকজন এগিয়ে এলে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি থেকে মারপিটে রুপ নেয়। এক পর্যায়ে দু’পক্ষের তুমুল মারপিটের ঘটনা ঘটে। এতে করে উভয় পক্ষের মহিলা সহ কমপক্ষে ৯ জন আহত হয়। আহতরা হচ্ছে, এরশাদ মিয়া (৩৫), মলি বেগম (৪০), জলি বেওয়া (৩৮),আছমা বেওয়া (৩৬), রোকেয়া বেওয়া (৬৫)। প্রতিপক্ষের মোঃ মিলন মিয়া (৩৬), রাজু মিয়া (৩০), মোঃ অজিব মিয়া (৫৫), মোঃ মোকবুল হোসেন (৪০)। আহতদেরকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি সৈকত হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট